রাজনৈতিক সভায় মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি৷ রাজ্য জুড়ে চলছে আগামী নির্বাচনের প্রস্তুতি, চারিদিকে চলেছে রানৈতিক সভা৷ এর মাঝেই সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণী অনুষ্ঠানে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তিন জন মারা গিয়েছেন৷ তার মধ্যে একজন শিশুও রয়েছে। এই ঘটনায় আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, তাঁর স্ত্রী তথা কাউন্সিলর চৈতালি তিওয়ারি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়৷
ইতিমধ্যেই চৈতালিকে জেরা করতে বাড়িতে হাজির হয় পুলিশ। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন জানালেন তিনি। মামলার দ্রুত শুনানির আর্জি জানান হয়েছে। বুধবার এই মামলার শুনানি হতে পারে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানকাণ্ডে আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালি বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। সেই কারণেই আগেভাগে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত।
অন্যদিকে জানা গিয়েছে, চৈতালি মনে করছেন তাঁকে তদন্তের নামে হেনস্থা করা হতে পারে। সেই কারণেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আসানসোলে কম্বল বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে অল্প সময়ের জন্য হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি মঞ্চ ছাড়তেই কম্বল নিতে হুড়োহুড়ি পড়ে যায়। তাতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১ নাবালিকাসহ ৩ জনের। সেই ঘটনায় এখনও রাজ্য তোলপাড়।