একাধিক দুর্নীতির অভিযোগের পরিস্থিতিতে, রাজ্যে জুড়ে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। এই পরিস্থিতিতে কয়লাপাচার-কাণ্ডে ইডি-সিবিআই-এর পাশাপাশি তৎপরতা বাড়াচ্ছে সিআইডি৷ তথ্য পেতে এবার আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করল রাজ্য গোয়েন্দা পুলিশ। আগামীকাল অর্থাৎ শুক্রবার ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে৷
আসানসোল লাগোয়া বিভিন্ন অঞ্চলে কয়লা পাচারের অভিযোগে বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে সিআইডি। তলব করা হয়েছিল বেশকিছু পুলিশ আধিকারিককেও। জানা গিয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করেই কয়লা পাচার-কাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই বিজেপি নেতাকে তলব করা হয়েছে বলে খবর। প্রসঙ্গত, একদা আসানসোল পুরসভার মেয়র ছিলেন জিতেন্দ্র৷
জানা গিয়েছে, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র ছাড়াও আসানসোল জেলা বিভাগীয় ইনচার্জ বিদ্যাসাগর চক্রবর্তী, আসানসোলের বিজেপি নেতা সুব্রত মিশ্র, বাঁকুড়া জেলার প্রাক্তন বিজেপি সভাপতি বিবেকানন্দ পাত্রকেও নোটিস পাঠিয়েছে সিআইডি৷ কাউকে কাউকে বুধবার এবং কাউকে বৃহস্পতিবার তলব করা হয়েছে৷
অভিযোগ, মেয়র থাকাকালীন তাঁর নির্দেশেই কয়লা পাচার হত। আসানসোল থেকে কোন রুটে কয়লা পাচার করা হবে সেটা তিনিই ঠিক করে দিতেন৷ এমনকী জিতেন্দ্রর সম্পত্তি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে বলেও সিআইডি-র হাতে নথি রয়েছে৷