হাজিরা এড়ালেন জীবনকৃষ্ণ

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি স্ক্যানারে বড়ঞার তৃণমূল বিধায়ক।

গত বছর এপ্রিল মাসে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। প্রায় এক বছর জেলবন্দি থাকার পর গত মে মাসে জামিন পেয়েছেন। এবার ইডির তরফ থেকে তলব করা হয়েছিল তাঁকে। তবে হাজিরা এড়ালেন জীবনকৃষ্ণ।

বড়ঞার তৃণমূল বিধায়ক জানান, আইনজীবীর মাধ্যমে কেন্দ্রীয় এজেন্সিকে ৭০ পাতার নথি পাঠিয়ে দিয়েছেন এবং তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচিতে শামিল হয়েছেন। এদিকে প্রশ্ন উঠছে, বিধানসভা অধিবেশন সচল থাকলেও কেন সেখানে যোগ দেননি বড়ঞার তৃণমূল বিধায়ক?