পৃথক রাজ্যের দাবিতে ফের একবার আন্দোলনের হুঁশিয়ারি দিলেন কেএলও নেতা জীবন সিংহ।কামতাপুরি মানুষদের বঞ্চনার উপর ভারত সরকারের বঞ্চনার কথা তুলে ধরে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন কেএলও নেতা জীবন সিংহ।সেই ভিডিও বার্তা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জীবন সিংহ তার ভিডিও বার্তায় গ্রেটার কোচবিহার বা কামতাপুর রাজ্যের দাবিতে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। তিনি তার ভিডিও বার্তায় বলেন, পাঞ্জাবিদের জন্য যদি আলাদা রাজ্য হতে পারে, বিহারীদের জন্য যদি আলাদা হতে পারে, বাঙালিদের জন্য যদি আলাদা রাজ্য হতে পারে তাহলে কামতাপুরী মানুষদের জন্য আলাদা রাজ্য হবে না কেন। ভারত সরকারের সঙ্গে কোচবিহারের রাজার এগ্রিমেন্ট অনুযায়ী কোচবিহার একটি ‘গ’ শ্রেণীর রাজ্য। কামতাপুরের মানুষ বা গ্রেটার কোচবিহারের মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তিনি বলেন ভারত স্বাধীন হওয়ার ৭৬ বছর পেরিয়ে গেছে কিন্তু কেন্দ্রীয় সরকার এই মানুষগুলোর সঙ্গে বঞ্চনা করছে।বাঙালিদের বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছে, পাঞ্জাবিদের পাঞ্জাবি ভাষার স্বীকৃতি পেয়েছে। তাহলে কামতাপুরীরা কি অপরাধ করেছে? জীবন সিং এর এই ভিডিও বার্তায় ফের একবার কোচবিহারে পৃথক রাজ্যের ইস্যুকে উসকে দেওয়ায় বর্তমানে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। সামনে লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যেই জীবন সিং এর এই ভিডিও বার্তা বলে জল্পনা রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, জীবন সিং বরাবরই বিজেপির মাউথপিস হয়ে কথা বলছে। ধুপগুড়ি উপনির্বাচনে বিজেপির পরাজয়ের পর একটি অস্থিরতা তৈরি করতে পুনরায় এই পৃথক রাজ্যের ইসুকে উস্কে দেওয়া হচ্ছে জীবন সিং এর মাধ্যমে। বিজেপি জীবন সিংয়ের মতো লোকদের নিয়ে যত বেশি এই ধরনের কাজ করবে তাদের তত বেশি ভরাডুবি হবে। জীবনসিং কি বলল কি না বলল তা নিয়ে মানুষ ভাবিতো নয়। মানুষ উন্নয়ন চায় তাই মানুষ উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে।
Related Posts
Due to the occurrence of drinking and gambling inside the classrooms at night the teachers and students of Chakiabhita Shishu Shiksha Kendra are distressed
Recently an unsettling issue has emerged where the teachers and students of Chakiabhita Shishu Shiksha Kendra, located near Ambari under Rajganj block, are distressed due to the occurrence of drinking and gambling inside the classrooms at night. As per the…
শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায় বনধের প্রভাব
২৭শে সেপ্টেম্বর কৃষক সংগঠনের ডাকা বনধের প্রভাব শহর শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায়। সোমবার দফায় দফায় বনধ সমর্থনকারীদের মিছিল লক্ষ্য করা যায় শহর শিলিগুড়িতে। একদিকে অল ইন্ডিয়া সংগঠন ডিএসএসসিআই যৌথ মিছিল বার করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অপরদিকে অন্য একটি…
নার্সিং স্টাফদের বিরুদ্ধে সুইপার ইনচার্জকে মারধরের হুমকির অভিযোগ তুলে প্রতিবাদে সাফাই কর্মীরা
সুইপার ইনচার্জকে মারধরের হুমকি দেওয়ায় নার্সিং স্টাফদের একাংশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সাফাইকর্মীরা। রীতিমতো কাজ বন্ধ রেখে আন্দোলনে নেমে পড়েন সুইপাররা। অনেক রাত অবধি আন্দোলন চলে। অভিযোগ বিভিন্ন সময় ওয়ার্ড থেকে নার্সরা সুইপার চেয়ে থাকেন। কিন্তু কখনও সুইপার…