আচমকাই অসুস্থ, এ্যাজিওগ্রাফি সার্জারি করতে হবে জিতেন্দ্রর

নতুন মোড় নিলো সম্প্রতি ঘটে যাওয়া কম্বলকাণ্ড। নয়ডার যমুনা এক্সপ্রেস ওয়ে থেকে গ্রেফতার হন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি৷ জেল যাত্রার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু আসানসোল সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়ছিল। তবে জানা গিয়েছিল তিনি স্থিতিশীল নন। তাই জিতেন্দ্রকে নিয়ে আসা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।

জরুরি বিভাগে ভর্তি থাকাকালীন তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, গত ২ দিন ধরে তাঁর পেটের ডান দিকে ব্যথা হচ্ছে। শ্বাসকষ্ট রয়েছে। এখন জানা গিয়েছে, জিতেন্দ্রর করোনারি এ্যাজিওগ্রাফি সার্জারি করতে হবে। সব দিক দেখেই বিজেপি নেতাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্প্রতি আসানসোলের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) তরুণকুমার মণ্ডল বিজেপি নেতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। গত মঙ্গলবার আসানসোল আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন জিতেন্দ্র। সেই আবেদনের শুনানি হলেও রায়দান হয়নি। পরে জেল হেফাজতের রায় দেওয়া হয়। এই মামলার পরবর্তী শুনানি ১১ এপ্রিল। তার মাঝেই অসুস্থ হয়ে পড়েছেন জিতেন্দ্র তিওয়ারি।