রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রসার ভারতীর প্রাক্তন অধিকর্তা জহর সরকার (Jawhar Sircar)। শনিবার তৃণমূলের পক্ষ থেকে টুইট করে এ কথা জানানো হয়েছে। বলা হয়েছে, জন পরিষেবায় ৪২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জহরকে রাজ্যসভায় প্রার্থী করছে তারা।
তৃণমূলের টুইটে লেখা হয়েছে, “আমরা জহর সরকারকে রাজ্যসভার জন্য মনোনীত করতে পেরে আনন্দিত। জীবনের ৪২ বছর জহর সরকার জন পরিষেবায় কাজ করেছেন। প্রসারভারতীতে দীর্ঘসময় সিইও পদে আসীন ছিলেন তিনি। জন পরিষেবায় তাঁর যে অমূল্য অবদান, তা ভবিষ্যতেও আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে”।
১২ ফেব্রুয়ারি তৃণমূলের রাজ্যসভা সাংসদপদ থেকে পদত্যাগ করেন দীনেশ ত্রিবেদীর (Dinesh Trivedi)। তাঁর ছেড়ে যাওয়া আসনে ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ আগস্ট ওই আসনে উপ-নির্বাচন হবে বলে ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্যসভা উপ-নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ জুলাই। মনোনয়নপত্র যাচাই করে দেখা হবে ৩০ জুলাই। ৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্য বিধানসভায় চলবে ভোটদান পর্ব। ওই দিনই বিকেল ৫টার পর গণনা এবং ফল প্রকাশ।