জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের ছাত্রদের হোস্টেল ১লা ডিসেম্বরের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষের আচমকা এমন নির্দেশিকা জারি করায় ক্ষুব্ধ ছাত্ররা। ছাত্রদের অভিযোগ হোস্টেলের সমস্যা চলছে দীর্ঘদিন ধরেই। নেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থ, জঞ্জাল আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না, হোস্টেলের চারদিকে আগাছার জঙ্গল। অরাজক পরিস্থিতি চারিদিকে। বারবার কর্তৃপক্ষকে জানান হলেও কোনও কাজ হচ্ছে না বলে অভিযোগ ছাত্রদের। অবিলম্বে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপের দাবি তুলেছেন ছাত্ররা। যদিও কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোন মন্তব্য করতে নারাজ।
Related Posts
বন্যার সময় যেমন ডুবে থাকছে চাষের জমি তেমনি তীব্র দাবদহের মধ্যে নাজেহাল হতে হচ্ছে মালদার চাষীদের
শুখার মরশুম হোক অথবা বন্যা, পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে চাষীদের দুর্ভোগ সারাবছরই রয়েছে। তীব্র দাবদহের মধ্যে যেমন জমিতে সেচ ব্যবস্থায় পেতে নাজেহাল হতে হচ্ছে কয়েকশো চাষীদের । ঠিক তেমনই বন্যার সময় আশেপাশের খাল বিলের জলে ডুবে…
একাধিক দাবিতে পথে নামল আন্দোলন শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চ
পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে শিলিগুড়ি শহরে শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে ‘শিক্ষা বাঁচাও-পশ্চিমবঙ্গ বাঁচাও’ শীর্ষক বিশাল জনসমাবেশের ডাক দেওয়া হয়। এদিনের মিছিলটিতে উত্তরবঙ্গের আটটি জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পশ্চিমবঙ্গের প্রদেশ কমিটির সদস্য বাপি…
মেখলিগঞ্জে মেরা দেশ মেরা মাটি কর্মসূচি পালিত হল
মেরা দেশ মেরা মাটি কর্মসূচি পালিত হলো মেখলিগঞ্জে।শুক্রবার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধা গ্রামপঞ্চায়েতের চৌরঙ্গীতে ১৬৯ ব্যাটেলিয়ন বিএসএফের পক্ষথেকে এই কর্মসূচি পালন করা হয়। আগামী ৯ই অগাস্ট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মনকি বাত অনুষ্ঠানে এই কর্মসূচির কথা ঘোষণা করেন।তিনি জানান…