শহরকে যানজট মুক্ত করতে ফুটপাত দখল মুক্ত করার অভিযানে নামলো জলপাইগুড়ি পুরসভা

ফুটপাত দখল করে ব্যবসা করছে একশ্রেণীর ব্যবসায়ীরা বলে অভিযোগ। যে কারণে চলাচলের সমস্যা বাড়ছে আম জনতার। শীঘ্রই হকার্স কর্নার সহ পার্কিং প্লেসের ব্যাবস্থা নিয়ে পরিকল্পনা নেওয়া হবে, জানালেন পুরসভা। বিগত কয়েক দিন ধরেই পুলিশ শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে ,শুক্রবার জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়,পুরসভার চেয়ার পার্সন পাপিয়া পাল,কোতোয়ালী থানার আই সি অর্ঘ্য সরকার এবং ওসি ট্রাফিক বাপ্পা সাহার উপস্থিতিতে থানামোড়, সমাজপাড়া মোড়, মার্কেট রোড, দিনবাজার, কামারপাড়া, কদমতলা, ডিবিসি রোড সহ বিভিন্ন জায়গায় জলপাইগুড়ি পুরসভা ও কোতয়ালী থানার পুলিশ অভিযান চালায়।

এদিন রাস্তার ধারে বহু ফুটপাত দখল করে সাজিয়ে রাখা দোকানের বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। শহরের প্রধান রাস্তা গুলোর ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য সবসময় উন্মুক্ত রাখতে এমন অভিযান লাগাতার চলবে বলে পুরসভা সূত্রে খবর।

এই প্রসঙ্গে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন,” ভারতের সংবিধান অনুযায়ী পুরসভা তৃতীয় সরকার শহরের, সেই পুরসভা এবং পুলিশের যৌথ উদ্যোগে এমন অভিযান জারী থাকবে, এর পাশাপাশি খুব শীঘ্রই আমরা হকার্স কর্নার নিয়ে ভাববো এবং পার্কিং প্লেসের ঘোষনা ও করবো।”
অপরদিকে, এই অভিযান প্রসঙ্গে জলপাইগুড়ি পুরসভার চেয়ার পার্সন পাপিয়া পাল বলেন, “যে ভাবেই হোক আমাদের শহরের প্রবীণ নাগরিকদের সুষ্ঠ ভাবে চলাচলের ব্যবস্থা করে দিতেই হবে।”