JU তে স্নাতকে ভর্তির আবেদন শুরু

যাদবপুর কী আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয়? আপনি যদি যাদবপুরে স্নাতক স্তরে ভর্তি হতে চান। তবে আর দেরি না করে আজই আবেদন করুন। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি হতে চলেছে স্নাতক স্তরের অ্যাডমিশন টেস্ট। দেখুন আপডেট।

JU তে স্নাতক স্তরে ভর্তির পোর্টাল চালু হয়ে গিয়েছে। কলা বিভাগের জন্য পরের মাসে অর্থাৎ জুন ৩ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগের জন্য পড়ুয়ারা ৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর নেওয়া হবে অ্যাডমিশন টেস্ট। সেটিও পরে জানিয়ে দেওয়া হবে। অঙ্ক এবং জিয়োলজিক্যাল সায়েন্স এর ক্ষেত্রে মেধার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।হবে না কোন অ্যাডমিশন টেস্ট।

কীভাবে আবেদন করতে হবে?
প্রথমে আপনাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট jadavpuruniversity.in ওপেন করতে হবে।

এরপর যেতে হবে হোমপেজে ‘Notifications’ অপশনে। যেখানে লেখা থাকবে ‘Admission to 4-year B.Sc. (Hons.) courses: 2024-25’ এবং ‘Admission to 4-year B.A. (Hons.) courses: 2024-25’ রয়েছে।

এরপর সেই লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর নতুন একটি পেজ খুলে যাবে সেখানে ‘Click Here For Detail’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর আরও একটি নতুন পেজ ওপেন হবে। সেখান থেকে ‘4-year Undergraduate Courses in Arts’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের ডিটেইলস দিয়ে দিতে হবে।