দিন পরদিন বেড়েই চলছে তারমাত্রার পারদ৷ চড়া রোদে ঘেমে নেয়ে একাকার দক্ষিণবঙ্গের মানুষ৷ গরমে একেবারে গলদঘর্ম৷ প্রবল উত্তাপে যখম দমবন্ধ অবস্থা, তখন স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস৷ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। আজ, অর্থাৎ শুক্রবার ও শনিবার সেই ধারা অব্যাহত থাকবে বলেই পূর্বাভাস। শান্তির বৃষ্টি হবে কলকাতাও। সেইসঙ্গে আগামিকাল একাধিক জেলায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোন কোন জেলায় শুক্রবার এবং শনিবার বৃষ্টি হবে, তা দেখে নেওয়া যাক-
আজ, শুক্রবার এবং আগামীকাল শনিবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছেন হাওয়া অফিস৷ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে বলে পূর্বাভাস৷ সেই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা৷ তবে এর পরবর্তী দুই-তিন দিনে ফের চরবে উষ্ণতার পারদ৷
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার দু’একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে (পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান) বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে৷
অন্যদিকে শনিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া৷ শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুযার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে৷ উত্তরের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস৷ আগামীকাল এই জেলাগুলির উপর দিয়ে বইবে ঝোড়ো হাওয়া৷