বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। দেশের বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে। এর পাশাপাশি বঙ্গে কলকাতা এক ধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি৷ শুক্রবার সকালে রয়েছে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম বলে জানিয়েছে হাওয়া অফিস৷ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কলকাতায় ভোরের আকাশ ঘন কুয়াশার চাদরে মোড়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তা পরিষ্কার হয়ে যাবে।
শুক্রবার কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পারদপতন হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের মতো পশ্চিমের জেলাগুলিতে সকাল থেকেই শীতল হাওয়া বইছে। তবে, আগামী কয়েক দিনে হাড়কাঁপানো শীত পড়ার আর সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বরং দু’দিন পর থেকে আরও চড়বে তাপমাত্রা। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গে এখনই ঠান্ডার হেরফের হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে দার্জিলিং-কার্শিয়াঙে।