প্রমাণিত হলো, মহুয়ার পাশেই আছে তৃণমূল

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর ‘ক্যাশ ফর কোয়েশ্চেন’ নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল।

প্রথম দিকে মহুয়া ইস্যুতে চুপ থাকলেও সম্প্রতি সাংসদের ফরে কথা বলা শুরু করে তৃণমূলের নেতারা। সম্প্রতি ইডি দফতর থেকে বেরিয়ে সাংসদের পাশে থাকার বার্তা দিয়েছেন খোদ তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার মহুয়াকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল তৃণমূল।

সাংসদ মহুয়া মৈত্রকে সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল তৃণমূল। তৃণমূলে মহুয়া মৈত্রের বিরাট পদোন্নতি। তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী করা হল মহুয়া মৈত্রকে। অর্থাৎ সাংসদ যে প্রথম থেকেই বলে যাচ্ছিলেন তার পাশে দল ১০০% রয়েছে, সেই কথাই যে ঠিক, এতদিনে তার প্রমাণ মিলল।