বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকে। এই পরিস্থিতিতে আগের বছর ২১ জুলাই এর ঠিক একদিন পরেই নিয়োগদুর্নীতি মামলায় তৎকালীন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
প্রায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর ২৩ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করে ইডি। এরপর পার্থবাবুর সূত্র ধরেই ‘মডেল’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে পৌঁছে যান গোয়েন্দারা। আর সেদিনই পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৫০ কোটি টাকা ও কেজি কেজি শোনার গয়না। এরপরই অর্পিতাকে গ্রেফতার করে ED।
গ্রেফতার হওয়ার একবছর পরও আজও জেলের ঘানি টেনেই দিন কাটছে পর্থের। একাধিকবার জামিনের আবেদন করেও কোনও সুরাহা পাননি পার্থ। এবার এই এই নিয়োগ দুর্নীতি মামলার শেষ কোথায়, সেই দেখার অপেক্ষায় কোটি কোটি বঙ্গবাসী।