গরুপাচার কাণ্ডে কষ্টে রয়েছেন কেষ্ট৷ এই দুর্নীতির কাণ্ডে জর্জরিত অনুব্রত মণ্ডল৷ এই মুহূর্তে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি৷ অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। বোলপুরে চলছে একের পর এক তল্লাশি অভিযান৷
এবার একই মামলায় দুই আইপিএস অফিসারকে তলব করল ইডি। কয়লা পাচার মামলায় এর আগে যে আট অফিসারকে ইডি তলব করেছিল তাদের মধ্যে একজনকে ফের তলব করা হয়েছে এই মামলাতে। আগামী ২৬ এবং ২৮ সেপ্টেম্বর দিল্লিতে ডাকা হয়েছে তাদের।
জানা গিয়েছে, রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিং এবং ডিসি সাউথ আকাশ মাঘারিয়াকে দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগের তলবে হাজিরা দিতে যাননি জ্ঞানবন্ত সিং। এবার তিনি যান কিনা সেটাই দেখার।
এরই মধ্যে আবার সিআইডি জানিয়েছে, গরু পাচারের মামলায় অন্যতম মূল অভিযুক্ত ব্যবসায়ী এনামুল হক কয়েকশো কোটি ধাপে ধাপে পাচার করেছে। সম্প্রতি এনামুলের ভাগ্নেদের বিভিন্ন অফিসে প্রায় এক সপ্তাহ ধরে তল্লাশি চালিয়েছে সিআইডি। সেখান থেকে যে সমস্ত নথিপত্র মিলেছে তা দেখে এমনটাই জানিয়েছে তাঁরা। বলা হয়েছে, টাকা বিদেশে পাচারের একাধিক প্রমাণ তাঁরা পেয়েছেন।