প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়ে থাকে। সেই মতো এদিন শহর শিলিগুড়িতেও শ্রদ্ধার সাথে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস ও শহীদ দিবস। এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিলিগুড়ির বাঘাযতীন ময়দানে অবস্থিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ, বোরো চেয়ারম্যান সহ ওয়ার্ড কাউন্সিলাররা। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বদের পাশাপাশি শিলিগুড়ির বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, বাংলাবাদী সংগঠনের সদস্যরা এদিন শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এপার বাংলা ও ওপার বাংলায় এই দিনটিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করা হয়ে থাকে।
Related Posts
নিশীথ প্রামানিকের উপর শুয়োমোটো মামলা রুজু
নিশীথ প্রামানিকের উপর হামলার ঘটনায় শুয়োমোটো মামলা রুজু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। মোট ৪৯ জন বিজেপি কর্মীর নামে এই মামলা দেওয়া হয়েছে। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠলেও ইতিমধ্যে ২১ জন বিজেপি কর্মী কে গ্রেফতার করেছে পুলিশ। যে…
Bhakti Nagar Traffic Police rediscoverd stolen scooter of Civic Volunteer from Kalimpong, one arrested
Siliguri, 6th May (Retd.). In a significant breakthrough, Bhakti Nagar Traffic Police has successfully recovered the stolen scooter of a Civic Volunteer from Kalimpong. After this incident, accused thief Arpan Darji was arrested. According to reports, Kalimpong police station had…
দেওয়ালে, নর্দমায়, সিঁড়ির পাশে দেব-দেবীর ছবি লাগানোর বিরোধিতায় নামল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ
শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকার দেওয়ালে, নর্দমার পাশে,সিঁড়ির পাশে দেব দেবীর ছবি লাগানোর বিরোধিতা করে শিলিগুড়ির হাশমি চক থেকে শিলিগুড়ি পুরনিগমের প্রধান কার্যালয় পর্যন্ত মিছিল করলো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। একইসাথে প্রদান করা হয় স্মারকলিপি। মঙ্গলবার, হাশমি চক থেকে এই মিছিল শুরু…