পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার অধিকারের উদ্যোগে কোচবিহার ল্যান্সডাউন হলে পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। কোচবিহার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেন অনুষ্ঠানে৷এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক পবন কদিয়ান,উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ বিশিষ্টজনেরা।
Related Posts
দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে “ভাদুরী খান” অনুষ্ঠান
দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে “ভাদুরী খান” অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী উদয়ন গুহ। রবিবার রাত দশটা নাগাদ দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে রাজবংশী মানুষদের কৃষ্টি সংস্কৃতি কে বাঁচিয়ে রাখতে “ভাদুরী খান” অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী…
হরপা বানে ভেসে আসা মৃতদেহ ভারতকে হস্তান্তর করল বাংলাদেশ
সিকিমের হরপা বানে ভেসে আসা দুইটি মৃতদেহ ভারতকে হস্তান্তর করল বাংলাদেশ। শুক্রবার রাত আনুমানিক আটটা নাগাদ ভারত বাংলাদেশের গিতালদহ সীমান্ত পেরিয়ে বাংলাদেশের লালমনিরহাট থানার কর্নপুরের চওড়াটারী গ্রামে দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। সেই মিটিংয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর…
বকেয়া বেতনের দাবিতে সাফাই কর্মীদের আন্দোলন
কাজ বন্ধ করে দিয়ে আন্দোলনে নামলেন এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের সাফাই কর্মীরা। অভিযোগ গত অক্টোবর মাসের বেতন এখনো পর্যন্ত তারা পাননি। সামনেই ছট পুজো রয়েছে ফলে এই মুহূর্তে তাদের টাকার ভীষণ প্রয়োজন। প্রতি মাসেই সময় মতো বেতন পান না…