ঘোষণা অনুযায়ী প্রকল্পের স্বচ্ছতা যাচাইয়ের নির্দেশ

মুখ্যমন্ত্রী হয়ে তৃতীয়বার রাজ্যের মসনদে ফিরেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী হয়ে মসনদে ফেরার পর জনসাধারণের সুবিদার্থে একের পর এক প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই সব প্রকল্পের মধ্যে অন্যতম হল ‘কন্যাশ্রী’। রাজ্য তথা দেশ তো বটেই, বিশ্বজুড়েও খ্যাতি অর্জুন করেছে এই প্রকল্প। এবার যাদের এই প্রকল্প থেকে সুবিধা পাওয়ার কথা তারা ঠিক পাচ্ছে কিনা সেই ব্যাপারে জোরকদমে তদারকি শুরু করবে সরকার।

‘কন্যাশ্রী’ প্রকল্পের সুবিধা রাজ্যের সমস্ত সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত পড়ুয়ারা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে শিক্ষা দফতরের বাংলার শিক্ষা পোর্টালের মাধ্যমে নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে। ২০১২ সাল থেকে চালু হওয়া এই প্রকল্পে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ১৩ থেকে ১৮ বছরের ছাত্রীরা আবেদন করতে পারে। সরকারি সূত্রে জানা গিয়েছে, বাংলার শিক্ষা পোর্টালে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের শ্রেণী সহ পড়ুয়াদের বিস্তারিত তালিকা রয়েছে। এখন থেকে কন্যাশ্রী প্রকল্প রূপায়নের দ্বায়িত্বে থাকা সমাজ কল্যাণ দফতরের আধিকারিকেরা ওই তথ্য ভাণ্ডারের তথ্য ব্যবহার করার সুযোগ পাবেন।

নির্ধারিত বয়সের পর কোনও ছাত্রী ‘কন্যাশ্রী’ প্রকল্পের আওতায় না এলে ওই তথ্য ভাণ্ডার থেকে তা জানা যাবে। তারপর সংশ্লিষ্ট পড়ুয়ার স্কুলের সঙ্গে যোগাযোগ করে দ্রুত তাঁকে প্রকল্পের আওতায় আনার ব্যবস্থা করা হবে। প্রকল্পের সুযোগ পাওয়ার উপযুক্ত একজন পড়ুয়াও যাতে কন্যাশ্রী প্রকল্পের আওতার বাইরে না থাকে তা সুনিশ্চিত করতেই এই উদ্যোগ বলে সমাজ কল্যাণ দফতরের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য এখনও পর্যন্ত মোট সাড়ে ৭৭ লক্ষের বেশি ছাত্রী ‘কন্যাশ্রী’ প্রকল্পের সুবিধা পেয়েছে।