করোনা সংক্রমণ রোধের একমাত্র উপায় ভ্যাকসিন এবং মাস্ক৷ সবে মাত্র করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলে উঠলেও সামনেই আসন্ন তৃতীয় ঢেউ৷ এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে শহরে নিত্তদিনই বেশ কিছু মানুষ মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে ৷ কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরেও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক, এমনই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে৷ এই অবস্থায় বিধি ভাঙার দায়ে শাস্তি স্বরূপ বরাদ্দ হয়েছে মাত্র ১০০ টাকা৷ উৎসবের মরশুমে হাটে বাজারেও বাড়ছে ভিড়৷ মাথায় উঠেছে দূরত্ববিধি৷ তারই মধ্যে বহু মানুষ বেরিয়ে পড়ছেন মাস্ক ছাড়া৷ এই পরিস্থিতিতে লাগাম টানতে বুধবার থেকে শহরজুড়ে বাড়তি নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ৷
জানা গিয়েছে, আজ থেকে শুধু বড় রাস্তায় বা বাজার এলাকায় নয় পাড়ায় পাড়ায় ঘুরবে পুরসভা ও পুলিশের যৌথ দল৷ মাস্ক ছাড়া কাউকে দেখা গেলেই তাঁকে গ্রেফতার করা হবে৷ এর পর ১০০ টাকা দিয়ে থানা থেকে জামিন করাতে হবে৷ সবই ঠিক আছে৷ কিন্তু জরিমানার অঙ্ক এতটা কম কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে৷ যদিও কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম মনে করেন, জরিমানার অঙ্ক বাড়ালেই যে সকলে নিয়ম মেনে চলবেন, সেটা ভাবা ঠিক নয়৷