বিধিনিষেধ তুলে নেওয়ার নির্দেশ কেন্দ্রের তরফে

বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যাকে অনেকটাই রোধ করা গেছে। দেশের সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে বলে মনে করা হচ্ছে। এদিকে টিকাকরণেও জোর দেওয়া হয়েছে আগের তুলনায়। দিন দিন বাড়ছে ডোজের সংখ্যাও। তাই কেন্দ্রীয় সরকার মনে করছে এইবার করোনার অতিরিক্ত বিধিনিষেধ তুলে দেওয়ার সময় এসেছে। তাই রাজ্যগুলিকে এই মর্মে চিঠি দিয়েছে তারা। দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে এই সংক্রান্ত একটি চিঠি এসেছে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গত সপ্তাহ থেকে মহামারীর সংক্রমণ হ্রাসের একটি প্রবণতা দেখা গিয়েছে। তাই এখন আর করোনার অতিরিক্ত বিধিনিষেধ দরকার আছে বলে মনে করছে না তারা। তাই রাজ্যের অতিরিক্ত কোভিড -১৯ নিষেধাজ্ঞাগুলি যাচাই করে তা তুলে নেওয়া হোক, এমন বার্তাই দেওয়া হয়েছে এই চিঠিতে। সেই প্রেক্ষিতে বিমানবন্দর এবং সীমান্ত সংক্রান্ত বিধি যাতে তুলে নেওয়া হয় সেই দিকে নজর দিতে বলেছে কেন্দ্রীয় সরকার। যদিও, বিধিনিষেধ তুলে দেওয়া মানে যে কোভিড পরিস্থিতির দিকে আর নজর দিতে হবে না এমনটা নয়। প্রতিনিয়ত করোনা বিষয়ক নজরদারি চালাতে হবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই গোয়ায় ১০০ শতাংশ করোনা ভাইরাস টিকাকরণ হয়েছে বলে দাবি করেছে কেন্দ্র। তাই সেখানে ভ্যাক্সিনেশন সেন্টার গুলি এবার বন্ধ করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬১৫ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৫১৪ জনের। পরিসংখ্যান বলছে, আপাতত দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৭ লক্ষ ২৩ হাজার ৫৫৮ জন, মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ০৯ হাজার ৮৭২ জন। এখনও পর্যন্ত দেশের মোট টিকাকরণ হয়েছে ১৭৩ কোটি ৮৬ লক্ষ ৮১ হাজার ৬৭৫ ডোজ। গত ২৪ ঘন্টায় তা হয়েছে ৪১ লক্ষ ৫৪ হাজার ৪৭৬ ডোজ। পাশাপাশি দেশের পটিজিভিটি রেট আজ কিছুটা বেড়ে হয়েছে ২.৪৫ শতাংশ। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৭ শতাংশে ঘোরাফেরা করছে।