অমরনাথ যাত্রীদের ফেরাতে উদ্যোগ নেওয়া হলো নবান্নের তরফে

ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ ছিল অমরনাথ যাত্রা। গত শুক্রবার ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টির পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল অমরনাথ যাত্রা। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের সেই ধাক্কা সামলে তিন দিনের মধ্যেই ফের স্বাভাবিক হল তীর্থ যাত্রা।

মেঘ ভাঙা বৃষ্টির কারণে হড়পা বানে একের পর এক তাঁবু ভেসে গিয়ে অমরনাথে মারা গিয়েছেন একাধিক পূণ্যার্থী। এখনও পর্যন্ত যা খবর তাতে ১৫ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ বহু। বিভিন্ন রাজ্যের মতো বাংলা থেকেও একাধিক মানুষ গিয়েছিলেন সেখানে। ঘটনার পর এখন জানা গিয়েছে, এ রাজ্যের ৭২ জন বাসিন্দা এখনও আটকে রয়েছেন অমরনাথে। নবান্ন সূত্রে খবর, সকলকে ফেরানোর জন্য পুরোদমে কাজ চলছে।

গত শনিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আটকে পড়া পর্যটকদের বিষয়ে খবর দেওয়ার জন্য হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে সরকারের তরফ থেকে। সেখানে বহু ফোন এখনও আসছে এবং মুখ্যমন্ত্রী নিজে অনেকের সঙ্গে কথা বলেছেন বলে খবর। সূত্র মারফৎ জানা গিয়েছে, বাংলার আটকে পড়া ৭২ জন পর্যটকদের মধ্যে কলকাতার আছেন ৫ জন।

এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, উত্তর ২৪ পরগনার বাসিন্দারাও আছেন সেখানে। সবথেকে বেশি মানুষ জলপাইগুড়ি জেলা থেকে আটকে পড়েছেন সেখানে, এই সংখ্যাটা ২২। অমরনাথে প্রাকৃতিক বিপর্যয়ে আটকে পড়া পর্যটকদের বিষয়ে খবর নেওয়ার জন্য আগ্রহীরা পশ্চিমবঙ্গ সরকারের কন্ট্রোল রুম নম্বর ০৩৩-২২১৪৩৫২৬ নম্বরে যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।

তবে প্রাকৃতিক বিপর্যয়ের সেই ধাক্কা সামলে তিন দিনের মধ্যেই ফের স্বাভাবিক হয়েছে তীর্থ যাত্রা। জানা যাচ্ছে, সোমবার সকালে নুনওয়ান পহেলগাঁও এলাকা থেকে তীর্থযাত্রীদের একটি দল ফের এই যাত্রা শুরু করেছে। অন্যদিকে পহেলগাঁওয়ের ক্যাম্পে পৌঁছানোর জন্য জম্মুর মূল শিবির তথা বেস ক্যাম্প থেকেও তীর্থযাত্রীদের একটি দল ইতিমধ্যেই রওনা দিয়েছে বলে খবর।