কলকাতা পুলিশের তরফে নয়া উদ্যোগ, নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হল মুখ্যমন্ত্রীর আবাস

তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিরাপত্তা সবার আগে, সেই উদ্দ্যেগে এবার নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হল মুখ্যমন্ত্রীর বাসভবন৷ বসেছে নজরদার ক্যামেরা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে বসছে ‘পেরিমিটার ইনট্রুশন ডিটেকশন সিস্টেম’। নজরদারির ফাঁকফোকর এড়াতে মুখ্যমন্ত্রীর বাড়িকে কেন্দ্র করে পুরো এলাকায় ক্যামেরাযুক্ত পিআইডিএস বসাচ্ছে কলকাতা পুলিশ। এই বৈদ্যুতিন নজরদারি ব্যবস্থায় ৩০টি অত্যাধুনিক ক্যামেরার চোখ ২৪ ঘণ্টা সদাজাগ্রত থাকবে।

কালীঘাটের জনবহুল এলাকায় মমতার আবাস৷ তার চারপাশে অনেক গলিঘুঁজি আছে। সেই সকল গলি দিয়ে খুব বেশি মানুষ যাতায়াত করেন না। প্রায় গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে থাকা বাড়িগুলির মধ্যিখান দিয়ে এমন গলিপথ এত দিন নজরদারির বাইরেই ছিল। এবার সেই সকল পথেও থাকবে কড়া নজর৷

সংশ্লিষ্ট সূত্র মারফত জানা গিয়েছে, সাধারণত সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পিআইডিএস মোতায়েন করা হয়ে থাকে। পিআইডিএস-এর অধীন এলাকায় কেউ প্রবেশ করলেই এই ক্যামেরার অন্তর্গত সেন্সর সক্রিয় হয়ে ওঠে৷ সেই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সজাগ করে দেয়। মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশে অসংখ্য অলিগলি রয়েছে, যেখানে সর্বদা পুলিশের পক্ষে সব সময় নজরদারি চালানো সম্ভব হয় না। পুলিশের নজরদারি এড়িয়ে কেউ যাতে রক্ষীদের অজান্তে ওই এলাকায় ঢুকে পড়তে না-পারে, তা নিশ্চিত করতেই নজরদার ব্যবস্থা করা হচ্ছে৷