প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান জেলবন্দি।

এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে আরও বেশ কিছু বিস্ফোরক তথ্য উঠে এসেছে। জানা যাচ্ছে, সন্দেশখালির ‘বাঘ’ প্রায় ১০০-র অধিক গুণ্ডাকে নিয়োগ করে। তাঁর বাড়ির আশেপাশেই থাকতো সেই গুণ্ডারা। তাঁদের দিয়েই শাহজাহান জনগণকে ভয় দেখাতো বলে অভিযোগ।

‘পোষা’ গুণ্ডাদের দিয়েই তোলাবাজি, মানুষের মনে ভয়ের সঞ্চার করার কাজ চলত বলে জানা যাচ্ছে। এমনকি জোর করে শাহজাহানের নির্দেশ মানতেও বাধ্য করা হতো। অভিযোগ, যারা এই বিরুদ্ধে যেত তাঁদের কপালে থাকতো দুর্ভোগ। শাহজাহানের আদেশ না মানলে মারধর, শারীরিক নির্যাতন থেকে শুরু করে প্রাণনাশের হুমকি অবধি দেওয়া হতো।