বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার চাকরি বিক্রির ‘মিডলম্যান’ প্রসন্ন রায়কে নিয়ে বিস্ফোরক ইডি।
নিয়োগ দুর্নীতির দালাল প্রসন্নকে নিয়ে আদালতে বিস্ফোরণ ঘটালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কৃষিকাজের সূত্রে আখ, পেঁপে, কলা, ক্যাপসিকাম, টম্যাটো, বিন্স, সর্ষে, নারকেল চাষ করে কয়েক বছরে ২৬ কোটি টাকা রোজগার করেছেন প্রসন্ন। অভিযুক্ত প্রসন্ন রোজগারের উৎস হিসেবে জানিয়েছেন কলা, ক্যাপসিকাম, আখ, টম্যাটো, নারকেল, সর্ষে এসবের নাম।
যদিও প্রসন্নর এই দাবি হাওয়ায় উড়িয়ে পাল্টা ইডির কথা, প্রসন্নের বিভিন্ন সংস্থার অধীনে যে সমস্ত জমি রয়েছে, তাতে কোনও চাষই হয়নি। প্রসন্নের বিভিন্ন সংস্থায় ২৬ কোটি এক লক্ষ ৮৯ হাজার ৬৭২ টাকার হদিস পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।