রেলব্যবস্থাকে আরও উন্নত করার জন্য রেল আধিকারিকরা একের পর এক পদক্ষেপ গ্রহণ করেন। ফের রেল কর্তৃপক্ষের তরফ থেকে এক নয়া উদ্যোগ গ্রহণ করা হল। সম্প্রতি একটি নতুন আপডেট সামনে এসেছে। কী সেই আপডেট? জানুন বিস্তারিত।
এই প্রসঙ্গে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে এবার ট্রেন বাড়ানোর পরিকল্পনা চলছে। এর পাশাপাশি বাংলাদেশের ভেতর দিয়েও আগরতলা থেকে কলকাতা পর্যন্ত চালানো হবে ট্রেন। সেই চিন্তাভাবনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেই প্রস্তাব জমা পড়েছে বাংলাদেশের রেলওয়ের কাছে।
রুটের সমস্ত বিষয়টিও ইতিমধ্যে সামনে এসেছে। মূলত, ভারতের রেল বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে নদীয়া জেলার গেদে থেকে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার ডালগাঁও স্টেশন পর্যন্ত চলবে ট্রেন। আর তার জন্য প্রয়োজন বাংলাদেশের রেলপথ। এই কারণেই ভারতীয় রেল বোর্ডের কাছে এই প্রস্তাব উপস্থাপিত করা হয়েছে।
সেই প্রস্তাবে বলা হয়েছে, গেদে থেকে দর্শনা হয়ে ঈশ্বরদী-আব্দুলপুর-পার্বতীপুর হয়ে চিলাহাটি পর্যন্ত ভারতীয় ট্রেনটি যাবে তারপর ফের ভারতে প্রবেশ করবে ট্রেন।