আরও চাপ বাড়ছে বেনজিং-এর, দিন প্রতিদিন সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে ভারত আমেরিকার, এর ফলে একের পর এক সাহায্য মিলছে সামরিক ক্ষেত্রে। এবার পশ্চিমবঙ্গের কলাইকুন্ডা এয়ার বেসে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বায়ু সেনার ওয়ারগেমসে অংশ নিতে চলেছে ভারতীয় বায়ু সেনা, আমেরিকার বায়ু সেনা এবং জাপান। এই উচ্চপর্যায়ের সামরিক মহড়া অনুষ্ঠিত হবে আগামী ১০ এপ্রিল থেকে ২১ এপ্রিলের মধ্যে।
এই বিশেষ ধরনের সামরিক মহড়ার নাম দেওয়া হয়েছে ‘কোপ ইন্ডিয়া’। সামরিক সূত্রে খবর, এই মহড়ায় দেখে নেওয়া হবে কোন বায়ু সেনার ‘অপারেশনাল দক্ষতা’ কতটা? ভারতীয় বায়ু সেনা সূত্রে খবর, দ্বিপাক্ষিক এই সামরিক যুদ্ধাভ্যাসে ফ্রান্সে তৈরি রাফাল, রাশিয়ার তৈরি সুকোই-৩০ এমকেআই এনং সম্পূর্ণ ভারতীয় কারিগরিতে তৈরি তেজসকে দেখা যাবে অংশ নিতে। এছাড়া থাকছে সি-১৭ গ্লোবমাস্টার এবং আইএল-৭৮। বিশেষ সূত্রে খবর আমেরিকার এফ-১৫ যুদ্ধ বিমানও অংশ নেবে এই মহড়ায়।
ভারত, আমেরিকা এবং জাপানের এই যৌথ মহড়া কূটনৈতিক ভাবে যথেষ্ট উল্লেখযোগ্য বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বেজিং এবং মস্কো কূটনৈতিক ভাবে আরও কাছাকাছি এসেছে। এছাড়া ভারত সীমান্তে মাঝেমধ্যেই দেখা পাওয়া যায় চিনা যুদ্ধ বিমানের। এই বিশেষ মহড়া তাই মূলত বেজিংকে কড়া বার্তা দেবে বলেই মত কূটনীতিকদের।