বিশ্বের মধ্যে তীব্র বায়ু দূষণে ছড়াচ্ছে। এমন শহরের মধ্যে ১০০টি রয়েছে এশিয়ায়। এর মধ্যে ভারতে সিংহভাগ অবস্থিত। আবার প্রথম ৫০টি শহরের মধ্যে ৪২টি ভারতের। ভারতে প্রতি বছর ২০ লক্ষ লোক মারা যাচ্ছে বায়ু দূষণের জন্য, সমীক্ষার মাধ্যমে এমন টাই দাবি করা হয়েছে। যত দিন যাচ্ছে বায়ুদূষণ চরমে উঠছে। বিশ্বের মধ্যে ভারত বায়ুদূষণে তৃতীয় স্থানে রয়েছে। দেশের ৮৩টি শহর তীব্র বায়ু দূষণে আক্রান্ত। তবে বায়ুদূষণের নিরিখে গোটা বিশ্বের মধ্যে রাজধানী শহর হিসাবে ভারতের রাজধানী দিল্লি শীর্ষে। IQ এয়ার গ্লোবালের সমীক্ষায় সম্প্রতি এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে।
IQ এয়ার গ্লোবালের সমীক্ষা অনুসারে, তীব্র বায়ু দূষণে আক্রান্ত বিশ্বের মধ্যে এমন শহরের ১০০টি রয়েছে এশিয়ায়। এর মধ্যে ভারতে সিংহভাগ অবস্থিত। এপ্রসঙ্গে সতর্কবার্তা দিয়ে সংস্থার সিইও ফ্রাঙ্ক হামেন্স জানান, এরকম চলতে থাকলে এর প্রভাবে ভারতে ওমিক্রনের চেয়েও শত গুণ বেশি প্রভাব ফেলবে জনজীবনে। বায়ুদূষণের তালিকায় শীর্ষে দিল্লি হলেও সবচেয়ে দূষিত মহানগরের তকমা পেয়েছে বিহারের বেগুসরাই শহর। এছাড়া রয়েছে ভিউয়ান্দি, অসপুর, পটনা, ধরুহেরা, গাজিয়াবাদ, ছাপড়া, গ্রেটের নয়ডা, গুরুগ্রাম, রোহতক ও মুজফ্ফর নগর। আশার কথা, কলকাতা সহ বাংলার কোনও জায়গার নাম নেই এই দূষিত শহরের শীর্ষ তালিকায়।