ভারতের তরফে উঠলো যুদ্ধ বন্ধের দাবি

গোটা একটা মাস কেটে গেলেও এখনও পর্যন্ত যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। এদিকে আন্তর্জাতিক মঞ্চে ব্যাপক সমালোচিত হচ্ছে রাশিয়া। এতদিনে পুতিনের দেশের বিরুদ্ধে একাধিক দেশ গর্জে উঠেছে, তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু একবারও ভারত রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে ভোট দেয়নি। তবে এবার রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত।

রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক ন্যায় আদালত রাশিয়াকে নির্দেশ দিয়েছে যাতে তারা দ্রুত ইউক্রেনে হামলা বন্ধ করে দেয়। আদালতের ১৩ জন বিচারপতি এই নির্দেশের পক্ষে রায় দিয়েছেন৷ যে ১৩ জন বিচারপতি রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় বিচারপতি দলবীর ভান্ডারিও৷ মোট ১৫ জনের মধ্যে বাকি দু’জন বিচারপতি এই সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেন৷ তাদের সকলের নির্দেশ, ইউক্রেনে হামলা বন্ধ হোক। যে দু’জন রাশিয়ার বিরুদ্ধে ভোট দেননি তারা রাশিয়া এবং চিনের প্রতিনিধি আইনজীবী। এর আগে একাধিকবার রাশিয়া বিরুদ্ধে ভোট দানের সুযোগ থাকলেও সেই সুযোগ এড়িয়ে গিয়েছে ভারত। তারা নিরপেক্ষ অবস্থান নিয়েছিল এবং আলোচনার ভিত্তিতেই যুদ্ধ বন্ধ করার পরামর্শ দিয়েছিল।

তবে অবশেষে কোনও এক ক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত। তবে এতে কি যুদ্ধ বন্ধ হবে? মনে হয় না। কারণ যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে রাশিয়া ইউক্রেনকে শর্ত দিয়েছে কিছু। রাশিয়া ইউক্রেনের সামনে যে শর্তগুলি রেখেছে, তার মধ্যে অন্যতম হল, ন্যাটো প্রসঙ্গ৷ ক্রেমলিনের দাবি, ইউক্রেন যেন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর সদস্যপদ নিয়ে নিজেদের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করে। এছাড়াও কিয়েভ যেন তাদের সশস্ত্র বাহিনীকে সীমাবদ্ধ রাখে৷ এছাড়ও অন্যান্য যে সকল শর্ত রাখা হয়েছে, সেগুলি পূরণ হলে তবেই সেনা প্রত্যাহার করে যুদ্ধবিরতির ঘোষণা করবে মস্কো৷