শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল

করোনা সংক্রমণের কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ করা হয়েছিল বেশ কিছু পরিষেবা। ধীরে ধীরে এই পরিস্থিতি ঠিক হওয়ায় চালু করা হয়েছে সব কিছু। এই করোনা আবহে দীর্ঘ দিন বন্ধ ছিল ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ৷ ২৬ মাস পর ফের চালু হচ্ছে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস৷ আগামী ২৯ মে থেকেই এই দুই ট্রেনের যাত্রা শুরু হবে বলে রেল মন্ত্রক সূত্রে খবর৷ ১ জুন থেকে নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেসও নতুন করে যাত্রা শুরু করবে বলে রেন্ত্র মন্ত্রক সূত্রে খবর। 

২০০৮ সালে বাংলা নবর্ষের দিনে প্রথম ভারত-বাংলাদেশ যাত্রিবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল৷ কিন্তু, ২০২০ সালে কোভিড সংক্রমণ মাথাচাড়া দিতেই ওই বছর ১৫ মার্চ থেকে ভারত-বাংলাদেশ যাত্রিবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই গত ২২ ফেব্রুয়ারি ভারতীয় রেল মন্ত্রকের কাছে চিঠি পাঠায় বাংলাদেশ রেল দফতর৷ ওই চিঠিতে তারা যাত্রিবাহী ট্রেন চালানোর প্রস্তাব দেয়৷ এই বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো রেল মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন৷ এর পরেই গত ১৫ মার্চ ঢাকায় পাঠানো জবাবি চিঠিতে কোভিডবিধি মেনে যাত্রিবাহী ট্রেন চলাচল চালু করার বিষয়ে সম্মতি জানায় ভারতীয় রেল মন্ত্রক৷