কোন দিকে মোড় নিচ্ছে রেশন দুর্নীতি মামলা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রেশন দুর্নীতির মামলায় জেলে বসে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

এবার এই রেশন দুর্নীতি মামলায় নতুন মোড়। সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে একটি মেরুন ডায়েরি। সেই ডায়েরীর দুর্বোধ্য সাংকেতিক ভাষায় লেখা রয়েছে বিভিন্ন হিসাব। কিছুদিন আগে এই রেশন দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ সুব্রত ঘোষ ও হৃতেশ চন্দক নামে দুই চাল কলের মালিকসহ শান্তনু ভট্টাচার্য নামের একজন চ্যাটার অ্যাকাউন্ট‍্যান্ট।

বর্তমানে ওই তিনজনই রয়েছে ইডির হেফাজতে। তদন্ত থেকে জানা যাচ্ছে এই তিন মূর্তি জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন দুর্নীতি চক্রের সিন্ডিকেটের একটি অংশ। ওই ডায়েরিতে সাংকেতিক ভাষায় অজস্র ভুয়ো চাষী এবং ও সংস্থার নামের প্রথম অক্ষর লিখে এই সিন্ডিকেটের আর্থিক লেনদেনের সমস্ত খুঁটিনাটি বিবরণ উল্লেখ করা রয়েছে।