নতুন সংক্রমনের চিন্তার মাঝেই বড়ো স্বস্তি দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

বিগত একমাসের বেশি সময় ধরে বেশ খানিকটা স্বস্তি বজায় রয়েছে দেশের করোনা সংক্রমণের সংখ্যায়। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ওমিক্রন আক্রান্তের সংখ্যা একটু চিন্তা বাড়ালেও সার্বিকভাবে দেশের পরিসংখ্যান নিয়ন্ত্রণে রয়েছে। আজ দেশের দৈনিক সংক্রমণ ৭ হাজারের নীচে রয়েছে এবং কমেছে মৃত্যুও। এদিকে ধীরে ধীরে বাড়ছে টিকাকরণের হার। তবে এখনো পর্যন্ত সতর্কতামূলক পদক্ষেপ অবলম্বন করছে কেন্দ্র এবং রাজ্য সরকার গুলি। কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সংক্রমণ যে পরবর্তী ক্ষেত্রে বাড়তে পারে তার আশঙ্কাও রয়েছে।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী আজ দেশের ভাইরাস আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৬৩ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ১৩২ জনের। সব মিলিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৭ লক্ষ ৪৬ হাজার ৮৩৮ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ ৭৭ হাজার ৫৫৪। এদিকে দেশের সংক্রমণের হার কিঞ্চিৎ কমে হয়েছে ৫.২২ শতাংশ এবং সেই হার গত একদিনে ০.৭৫ শতাংশ। পাশাপাশি দেশের মোট টিকাকরণের সংখ্যা ১৩৭ কোটি ৬৭ লক্ষ ২০ হাজার ৩৫৯ ডোজ, গত ২৪ ঘণ্টায় ১৫ লক্ষ ৮২ হাজার ০৭৯ ডোজ। যদিও দেশের মোট মৃত্যুর সংখ্যা নিয়ে গবেষকদের একাংশের মধ্যে সন্দেহ রয়েছে কারণ তাদের বক্তব্য কেন্দ্রীয় সরকার সঠিক তথ্য সামনে আনছে না।

প্রসঙ্গত, ওমিক্রন ডেল্টার চেয়েও বেশি সংক্রামক বলে অনেক আগেই সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ তবে এর মারণ ক্ষমতা অনেকটাই কম বলে আপাতত দাবি করা হয়েছে৷ ওমিক্রন ভ্যাকসিনকেও ফাঁকি দিতে পারে বলে জানিয়ে দিলেন বিশেষজ্ঞরা৷ কমাতে পারে টিকার কার্যকারিতা৷ এদিকে, ওমিক্রনের এই চোখ রাঙানির মাঝেই মাথাচাড়া দিয়েছে নয়া আতঙ্ক৷ করোনার ভয়ঙ্কর ভ্যারিয়েন্ট ডেল্টার সঙ্গে মিলে কি সুপার স্ট্রেন তৈরি করবে অতি সংক্রামক ওমিক্রন? এই প্রশ্নের উত্তরে আশঙ্কার কথা জানিয়েছে গবেষকদের একাংশ। তাদের মতে, এটা সম্ভব।

Leave a Reply