বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহার্ঘ ভাতা নিয়ে মন্তব্য করলেন যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অধিকার নয়, এটা সরকারের ঐচ্ছিক বিষয়।
পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের কেন্দ্রের থেকে ১ লাখ ১৫ হাজার কোটি টাকা বকেয়া পাওনা আছে। সেই টাকা কেন্দ্রের তরফে দিলে আরো ৩ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া যাবে। মুখ্যমন্ত্রী বলেন, “দিল্লিতে পড়ে রয়েছে ১ লাখ ১৫ হাজার কোটি টাকা। এনে দিন না টাকাটা। ৩ শতাংশ দিয়েছি, প্রয়োজনে আরও ৩ শতাংশ দেব। এটা করতে তো আমি পারি।”
আন্দোলনকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “সরকারি চাকরি করেন আপনি। সেটার জন্য মাইনে পান। কিন্তু কাজ বাদ দিয়ে যদি রাস্তায় বসে আন্দোলন করেন সেটা কি বরদাস্ত করা যায়? বারণ করা হচ্ছে না আন্দোলন করতে। কিন্তু অফিস টাইম বাদ দিয়ে সেটা করুন। সাধারণ মানুষ তো অফিস টাইমে সঠিক সার্ভিস পাচ্ছে না। সার্ভিস রুলের কি ব্রেক হচ্ছে না এতে?”