বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সন্দেশখালি-বনগাঁ বিতর্কের মাঝেই বিষ্ফোরক তথ্য সামনে আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যের সঙ্গে বাংলাদেশী যোগসূত্র খুঁজে পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারী আধিকারিকদের ধারণা, বাংলায় হওয়া দুর্নীতির অর্থ পৌঁছে গেছে বাংলাদেশেও। সেটা কখনও সরাসরি আবার কখনও বা ঘুরপথে।
জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বেশকিছু মানুষের উপর নজরদারি শুরু করেন তদন্তকারী কর্তারা। যার মধ্যে দু’জন হলেন শঙ্কর এবং শাহজাহান শেখ। যার মধ্যে শঙ্করকে ইতিমধ্যেই নিজের হেফাজতে নিয়েছে ইডি। ওদিকে শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে গেলে আক্রান্ত হয় খোদ ইডি কর্তারাই। তারপর থেকেই ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন শাহজাহান।