বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন আরও তীব্র হতে চলেছে।
মিছিলের ডাক দিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এখানেই শেষ নয়, লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পরই নবান্ন অভিযানের ডাকও দিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন।
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, লোকসভা ভোটের মাঝেই তারা আরও জোরদার আন্দোলনের পথে হাঁটতে চলেছেন। আগামী ৩ মে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে। যা হাজরা মোড় থেকে শুরু হয়ে হরিশ মুখার্জি স্ট্রিট হয়ে হাজরা মোড়ে শেষ হবে।