লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে জঙ্গলমহলে কুড়মিদের বিক্ষোভ প্রসঙ্গে বিস্ফোরক বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘আমি আশা করব, আদিবাসী কুড়মি সমাজের মাথায় যাঁরা রয়েছে, তারা বিবৃতি দিয়ে স্পষ্ট করবেন, আজকের ঘটনার সঙ্গে তাঁরা আছেন কিনা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি স্পষ্ট না করেন, তাহলে আমরা যা পদক্ষেপ করার আমরা করব।’
জানা যাচ্ছে, সংরক্ষণের দাবিতে আন্দোলনে নেমেছেন কুড়মি সম্প্রদায়ের মানুষ। বাঁকুড়া, পুরুলিয়ার পর এবার ঝাড়গ্রামে। যাত্রাপথে ফের বিক্ষোভের মুখে পড়লেন অভিষেক। সঙ্গে এবার মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে ভাঙচুর, তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয়!
কিভাবে এমন ঘটনা ঘটল তা সম্পর্কে বিস্তারিত তথ্য পুলিস সুপারের কাছে রিপোর্ট তলব করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, গতকাল শুক্রবার বিকেল থেকে গড় শালবনি এলাকায় অবরোধ শুরু করেন কুড়মি সম্প্রদায়ের মানুষ। পুলিস জানা যাচ্ছে, এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন।