কালিপুজোয় লটারি কাঁটাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা শিলিগুড়ির বিধান মার্কেটে। অভিযোগ স্থানীয় একটি পুজো কমিটি কালি পুজো উপলক্ষ্যে একটি লটারি খেলার আয়োজন করে। বিধান রোডের ইলেক্ট্রনিক্স মার্কেটের ব্যবসায়ীদের জোর জবরদস্তি করে লটারি কাটার জন্য চাপ সৃষ্টি করা হয়। এরই প্রতিবাদে মঙ্গলবার রীতিমতো দোকান বন্ধ করে রাস্তায় নেমে এসে ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের উপস্থিতিতেই পুজো কমিটির সদস্য ও ব্যবসায়ীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করার আগেই পুলিশ উভয়পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিধানরোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়। পুজো উদ্যোক্তাদের দাবি তারা ব্যবসায়ীদের কোনোরকম জোর জবরদস্তি করে নি। লটারি নেওয়ার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে।
Related Posts
A massive fire broke out in a private tea factory in Bidhannagar of Phansidewa
Phansidewa, Oct 07: A massive fire broke out at a private tea factory in Murliganj, Bidhannagar, Phansidewa, causing extensive damage and spreading panic in the area.It is being said that the fire broke out on Monday afternoon and the police…
পুজোর আগেই একাধিক চমক নিয়ে এলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, মহিলা নিরাপত্তায় বিশেষ জোর
মহিলা নিরাপত্তার লক্ষ্যে পুজোর আগে লেডিস স্পেশাল বাস চালানো সহ দুরপাল্লার বাসে ১০০ শতাংশ সিসিটিভি ক্যামেরা রাখার সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। বিষয়টি জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। এছাড়াও পুজোর আগে বাস যাত্রীদের…
In Siliguri’s Ward No. 35 SMC demolishes unauthorized construction
On Tuesday The Siliguri Municipal Corporation (SMC) carried out the demolition of unauthorized construction in Ward No. 35 near Netaji Subhash Chandra Bose Road. The demolition was executed following a High Court order, targeting portions of a residential building that…