কালিপুজোয় লটারি কাঁটাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা শিলিগুড়ির বিধান মার্কেটে

কালিপুজোয় লটারি কাঁটাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা শিলিগুড়ির বিধান মার্কেটে। অভিযোগ স্থানীয় একটি পুজো কমিটি কালি পুজো উপলক্ষ্যে একটি লটারি খেলার আয়োজন করে। বিধান রোডের ইলেক্ট্রনিক্স মার্কেটের ব্যবসায়ীদের জোর জবরদস্তি করে লটারি কাটার জন্য চাপ সৃষ্টি করা হয়। এরই প্রতিবাদে মঙ্গলবার রীতিমতো দোকান বন্ধ করে রাস্তায় নেমে এসে ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের উপস্থিতিতেই পুজো কমিটির সদস্য ও ব্যবসায়ীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করার আগেই পুলিশ উভয়পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিধানরোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়। পুজো উদ্যোক্তাদের দাবি তারা ব্যবসায়ীদের কোনোরকম জোর জবরদস্তি করে নি। লটারি নেওয়ার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে।