আগামী দিনে পঞ্চায়েত যোগ্য প্রার্থীকে নির্বাচন করুন,যে অধিকার আদায়ের জন্য লড়বে।যে দিল্লি বাবুদের কাছে মাথা নত করবে না,আলিপুরদুয়ার বারবিশা জনসভা থেকে কর্মীদের উদ্দেশ্য করে বৃহস্পতিবার এই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কোচবিহার সফর শেষ করে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে শুরু হয় জনসংযোগ যাত্রা। এদিন প্রথমে আলিপুরদুয়ার কুমারগ্ৰাম ব্লকের বারবিশা এসে পৌঁছায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবিশা বিবেকানন্দ ময়দানে জনসভায় যোগ দেন অভিষেক। এদিন অভিষেক জানান কেন্দ্র বাংলার মানুষের একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে।বাংলা থেকে হেরে গিয়েছে তাই বাংলার মানুষের থেকে প্রতিশোধ নিচ্ছে।
এদিন তিনি জানান, “আগামীতে এক কোটি চিঠি নিয়ে দিল্লিতে যাব, অনির্দিষ্টকালের জন্য ধর্ণায় বসবো কিন্তু বাংলার মানুষের একশো দিনের কাজের টাকা আদায় করে আসবো।” এদিন তিনি আরও জানান, তৃণমূলে যারা খারাপ কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পঞ্চায়েতে আগামী দিনে যোগ্য প্রার্থীকে বসানোর জন্য তিনি এদিন আহ্বান জানান।