কোচবিহার পুন্ডিবাড়ি থানার থেকে ঢিল ছোড়া দূরত্বে পুন্ডিবাড়ি বাজারের দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আজ সকালে স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পান দুটি সোনার দোকানের শাটার খোলা রয়েছে। পুন্ডিবাড়ি থানার থেকে পুন্ডিবাড়ি বাজার ঢিল ছোড়া দূরত্বে হওয়া সত্ত্বেও এই ধরনের চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ব্যবসায়ীরা। এই চুরির ঘটনায় কয়েক লক্ষ্য টাকার সোনা এবং রূপোর গয়না সহ বেশ কিছু নগদ টাকা খোয়া গেছে।
Related Posts
এপ্রিল মাসের পর আর কোনও বেসরকারি সংস্থাকে স্টেডিয়াম ব্যবহার করতে না দেওয়ার নির্দেশ মেয়রের
এপ্রিল মাসের পর আর কোন বেসরকারি সংস্থাকে স্টেডিয়াম ব্যবহার করতে দেওয়া হবে না। বুধবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ পরিদর্শনের পর এমনটাই জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানের পর ক্ষতিগ্রস্থ হয়েছিল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ। এই নিয়ে সমালোচনার মুখে পড়তে…
রেলের লেভেল ক্রসিং এর গেট সারাদিন ধরে বন্ধ থাকায় সমস্যায় সাধারণ মানুষ
কোচবিহার ১ নম্বর ব্লকের হরিণচোরা এলাকায় রেলের লেভেল ক্রসিং এর গেট সারাদিন ধরে বন্ধ থাকায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হরিণচোরা এলাকায় ওই রেলগেটটি দিনের বেশি সময় বন্ধ থাকে। ট্রেন আসুক বা না আসুক সারাদিন গেট বন্ধ থাকায়…
শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হল বিদ্যালয়ের ৭৫বছর পূর্তি উৎসবের
আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসবের শুভ সূচনা হলো বুধবার সকালে। এদিন সকালে জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তারপর বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক বার্তা সম্বলিত ট্যাবলো সমেত শোভাযাত্রা…