এবার করোনা সংক্রমণ নয় নতুন চিন্তা সরকরের মাথায়। বিগত বেশকিছুদিন ধরেই প্রশ্ন উঠছে মহারাষ্ট্র সরকার নিয়ে। রাজনৈতিকভাবে মহাসঙ্কটে পড়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে সহ ২২ জন শিবসেনা বিধায়ক যে চিন্তা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং সরকারকে তা আরও গভীর হচ্ছে। পরিস্থিতি এমন যে, সরকারের পতন হওয়া অসম্ভব নয়। এই অবস্থায় রাজ্যবাসীর উদ্দেশে ভাষণে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এমন কথা বললেন যা কৌতূহল আরও বাড়িয়ে দিল। তাহলে কি সত্যি পতন ঘটছে মহা বিকাশ আগড়ি জোট সরকারের?
এদিন শিবসেনার বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন উদ্ধব ঠাকরে। করোনা আক্রান্ত হওয়ায় সেটা হয়েছে ভার্চুয়াল মাধ্যমেই। কিন্তু বৈঠকের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। রাজ্যবাসীকে বার্তা দিয়ে উদ্ধব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ইস্তফা দিতে তৈরি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিদ্রোহী বিধায়করা যদি তাঁকে না চান, তাহলে তিনি ইস্তফা দিতে রাজি। তবে তাঁকে এসে তাদের সে কথা বলতে হবে। তিনি ইস্তফা পত্র তৈরি রেখেছেন। বললেই তিনি পদ ছেড়ে দেবেন।
আসলে মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে বিদ্রোহী বিধায়কদের সঙ্গে নিয়ে প্রথমে গুজরাট এবং পরে বিজেপি শাসিত রাজ্য অসমে চলে যান। তিনি এও জানিয়েছেন তাঁর সঙ্গে ৪৬ জন বিধায়কের সমর্থন আছে। তাই চর্চা আরও বাড়ছে মহারাষ্ট্র নিয়ে। এখন যা পরিস্থিতি তাতে অবিলীলায় ঘোড়া কেনা-বেচায় নামতে পারে বিজেপি। তেমন হলে মহারাষ্ট্রের সরকার বেশি সময় টিকতে পারবে না। যদিও শিবসেনা শিবির পুরোপুরি চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। আগেই একনাথের সঙ্গে কথা হয়েছে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের। কিন্তু সেই আলোচনায় আদতে কী লাভ হবে তা সময়ই বলবে।