শিক্ষাক্ষেত্রের পাশাপাশি দমকলেও দুর্নীতি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কিছুদিন আগেই আদালতে ইডি দাবি করেছিল যে রাজ্যের সব দফতরে দুর্নীতি হয়েছে। শিক্ষাক্ষেত্র নিয়ে একাধিক অভিযোগের পাশাপাশি পুরসভার দুর্নীতির কথা সামনে এসেছে। এবার দমকলেও দুর্নীতি হয়েছে বলে দাবি উঠল। শুধু তাই নয়, এই দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে গিয়েছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার।

দমকলে চাকরি করে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ উঠেছে। দমকলে দুর্নীতির ইস্যুতে বিজেপির তরফ থেকে এক অডিয়ো ক্লিপ ভাইরাল করা হয়েছে। আইনজীবী তথা গেরুয়া নেতা তরুণজ্যোতি তিওয়ারি সেই ক্লিপ প্রকাশ্যে এনে দাবি করেন, তৃণমূল বিধায়ক দমকল দফতরে চাকরির আশ্বাস দিয়ে টাকা চেয়েছেন। এর আগে অন্য একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এনে এই বিজেপি নেতা দাবি করেছিলেন স্কুলে চাকরির জন্যও টাকা চেয়েছেন এই তৃণমূল বিধায়ক।

তবে খোদ তাপস সাহা নিজের বিরুদ্ধে ওঠে সব অভিযোগ অস্বীকার করে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে পাল্টা তোপ দেগেছেন। তৃণমূল বিধায়কের পাল্টা দাবি, জেলা পরিষদ এক সদস্যা এই বিজেপি নেতার সঙ্গে মিলিত হয়ে তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছেন। তবে বিজেপি যে এই বিষয়টি সহজে ছেড়ে দেবে না তা অনায়াসে বলা যায়।