বড় ফাঁড়া কাটলো, একটুর জন্য রক্ষা পেলেন ইমরান খান

বিমান ফিরলো মাঝ আকাশে থেকেই! বড় ফাঁড়া কাটলো তার। খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সামান্য একটুর জন্য রক্ষা পেলেন তিনি৷ পাকিস্তানের সূত্রে জানা গিয়েছে, মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণ করে ইমরানের বিমানটি।

তবে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বা বিমানের অন্য যাত্রীরা সকলে অক্ষত আছেন। জানা গিয়েছে, বিশেষ বিমানে চেপে পাকিস্তানের গুজরানওয়ালায় সভা করতে যাচ্ছিলেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রধান ইমরান খান। কিন্তু, মাঝ আকাশে তাঁর বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার কাছে জরুরি অবতরণের আবেদন জানান পাইলট। অনুমতি পাওয়ার পরেই বিমানটি জরুরি অবতরণ করে৷ নিরাপদেই অবতরণ করতে সক্ষম হয় বিমানটি। জানানো হয়েছে, বিমান থেকে নামার পর সড়কপথেই সভাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন ইমরান।

এদিন গুজরানওয়ালার সমাবেশে পৌঁছেই সরাসরি পাক সেনাকে আক্রমণ শানান ইমরান৷ সেনাকে সতর্ক করে তাঁর বার্তা, বর্তমান সরকারের অধীনে দেশের অর্থনীতির পতন জারি থাকলে তার জন্য দায়ী হবে সেনা। সরাসরি সেনাকে তোপ দেগে ফের বিতর্কে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।