পুলিশের নাকের ডগায় চলছিল অবৈধ কলসেন্টার, হতবাক শিলিগুড়িবাসী

পুলিশের নাকের ডগায় চলছিল অবৈধ কল সেন্টার,খবর পেয়ে রাতে অভিযান পুলিশের। শিলিগুড়ি সেবক রোডের এক বিল্ডিং এ সাইওয়ান ট্রেনিং সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের নামেই এক সংস্থা এই কল সেন্টার চালাচ্ছিল বলে অভিযোগ।

খবর সূত্রে জানা যায়, এই কল সেন্টার থেকে দেশ বিদেশের গ্রাহকদের ফোন করে প্রতারণা করা হতো, যার জন্য ব্যবহার করা হতো সেখানে কর্মরত মেয়েদের। এর আগেও শিলিগুড়ি শহরে একাধিক অবৈধ কল সেন্টারে হানা দিয়েছিল পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার ঠিক ১০০ মিটারের মধ্যে এই অবৈধ কল সেন্টারের কারবার চলায় অবাক শহরবাসী। থানার এতো কাছে হওয়া সত্ত্বেও কি করে তিন বছর ধরে এই কল সেন্টার চলছিল প্রশ্ন সাধারন নাগরিকের।

বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ভক্তি নগর থানার আইসি অমরেশ সিং এর নেতৃত্বে সেই অবৈধ কল সেন্টারে অভিযান চালায় পুলিশ। পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় তথ্য দেখতে চান। উপযুক্ত প্রমাণ না দেখাতে পারলে ঘটনাস্থল থেকে কল সেন্টারে তিনজন কর্তৃপক্ষকে গ্রেফতার করে পুলিশ। আটক করা হয় প্রচুর পরিমাণে কল সেন্টারে ব্যবহৃত কম্পিউটার, হার্ডডিস্ক,ল্যাপটপ ,পেনড্রাইভ সহ বিভিন্ন নথিপত্র। বিল্ডিং এর ফ্লোরে ঢুকে দেখা যায় প্রায়১০০ র কাছাকাছি ডেস্ক রয়েছে, যেখানে ছেলে বা মেয়েদেরকে কাজে লাগিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করা হতো। পুলিশ অভিযানের সময় ১৮ জন যুবতী এবং প্রায় ১৫ জনের মতো যুবককে সেখানে কাজ করতে দেখা যায়। ঘটনাস্থল থেকে পুলিশ সমস্ত কম্পিউটার,ল্যাপটপ,হার্ডডিস্ক সিচ করে থানায় নিয়ে যায়। কর্মরত যুবক-যুবতীদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় পুলিশ।