রাজ্যবাসীর কথা ভেবে বড় ঘোষণা সরকারের তরফে বদল আনা হল নিয়মে। কলকাতায় ১ থেকে ১০০ নম্বর ওয়ার্ডে পুরনো বাড়ি করলে ক্যালকাটা ইম্প্রুভমেন্ট ট্রাস্টকে দিতে হবে ফি, এটাই ছিল নিয়ম। আর সেই টাকা নাকি যেত কেএমডিএ-এর পকেটে। এদিকে আবির ১০১ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে কোন টাকাই লাগতনা। এই বৈষম্য দেখে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ মানুষ।
অবশেষে বিধানসভায় পাশ হল এক সংশোধনী বিল। সংশ্লিষ্ট ১০ টি ওয়ার্ডে বাড়ি করতে গেলে দিতে হবেনা কোন আলাদা ডেভলপমেন্ট ফি। কলকাতায় বাড়ি তৈর বা সংস্কার করার সময় ডেভেলপমেন্টাল ফি দিতে হয়। পুরোন কলকাতার ক্ষেত্রে বাড়তি টাকা দিতে হত ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টকে।
এবার থেকে ১১-১৪৪ নং ওয়ার্ডে বাড়ি করতে গেলে যে ফি দিতে হবে, ১ থেকে ১০ নং ওয়ার্ডে বাড়ি তৈরিতেও ঐ একই টাকা দিতে হবে। এতে করে পুরোনো কলকাতায় বাড়ি তৈরির খরচ একটু হলেও কমবে বলেই মনে করছে কলকাতার মেয়র তথা রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।