দল নির্দেশ দিলে ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেব,নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ মদন মিত্রর

এবার মদন মিত্রর মুখে বোমা-হুমকি! নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ মদন মিত্রর। ‘যারা বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেলস। যারা তাণ্ডব করছেন, গুন্ডামি করছেন। দল নির্দেশ দিলে ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেব। কিন্তু দল বলেছে তাণ্ডব নয়, প্রেম চাই। গুন্ডামি তো করাই যায়। এখনই একটা ছেলেকে দিয়ে চারটে বোমা মারলে সব ফাঁকা হয়ে যাবে।কিন্তু তাতে কৃতিত্ব কিছু নেই।’, মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর।

মদন মিত্রর মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন,তৃণমূল পশ্চিমবাংলায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করে এঁরা ক্ষমতায় টিকে থাকতে চায়। শুধুমাত্র সমাজ বিরোধীদের জোরে তৃণমূল টিকে থাকছে।কিন্তু সেই সমাজ বিরোধীদের জোড় বেশিদিন থাকবে না। পাশাপাশি রাহুল সিনহার দাবি, তৃণমূলের অর্ধেক নেতা জেলে চলে যাবেন। মদন মিত্রও জেলে যাবেন।

উল্লেখ্য, বিজেপির নবান্ন অভিযানে সাঁতরাগাছিতে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কয়েকজন মহিলা পুলিশ তাঁকে গ্রেফতার করতে গেলে তিনি ‘ডোন্ট টাচ মাই বডি’ মন্তব্য করেছিলেন। শুভেন্দু জানান, পুরুষ পুলিশ তাঁকে গ্রেফতার করতেই পারেন, তবে রাজ্য সরকার মহিলা পুলিশকর্মীদের এগিয়ে দিয়ে তাঁকে ফাঁসানোর পরিকল্পনা করেছিল বলে সন্দেহ প্রকাশ করেছিলেন বিরোধী দলনেতা।