‘সিরিজ নিয়ে আমার বিশেষ কোনো প্রত্যাশা নেই’, বললেন ক্রিকেটার সরফরাজ খান

প্রায় দুই মাস বিরতির পর খেলায় ফিরছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের চ ২১ আগস্ট শুরু হবে। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। পাকিস্তানের মতোই প্রতিপক্ষের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ সিরিজে খেলার সম্ভাবনার কথা বললেন ভারতীয় ক্রিকেটার সরফরাজ খান। ভারতের জার্সিতে তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন এই তরুণ তারকা। ইংল্যান্ডের বিপক্ষে তার রয়েছে তিনটি অর্ধশতক। অভিষেকে জ্বলে ওঠা সরফরাজকে ভারতের ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করা হয়।

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ। দেশের ক্রিকেট ভক্তদের চোখ সরফরাজের দিকে। তবে সরফরাজ জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে তিনি কোনো ম্যাচ আশা করছেন না। শুক্রবার (১৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম-এ তথ্য জানিয়েছে।

২৬ বছর বয়সী সরফরাজ বলেন, ‘সিরিজ নিয়ে আমার বিশেষ কোনো প্রত্যাশা নেই। জানিনা সুযোগ পাবো কিনা। আমি সবসময় প্রস্তুত দল ডাকলে সাড়া দেব। আমি শুরু থেকেই এটা করে আসছি। মানসিকতার কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। আমি আসলে সুযোগ কাজে লাগাব।

ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। সিরিজের দ্বিতীয় টেস্ট খেলা হবে ২৭ সেপ্টেম্বর থেকে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।