কয়েক হাজার হাজার মামলা আটকে আছে সিবিআই-এর হাতে, বাড়াছে নতুন চিন্তা

সম্প্রতি ছোট থেকে বড় সব ধরণের মামলাতেই কেন্দ্রীয় এজেন্সির দাপট বেড়েছে অনেকটাই! পাল্লা দিয়ে আদালতে জমছে মামলার পাহাড়। এমতাবস্থায় প্রশ্নের মুখে পড়েছে দেশের অন্যতম শীর্ষ এজেন্সির তদন্ত প্রক্রিয়া। সাম্প্রতিককালে প্রকাশিত সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের বার্ষিক রিপোর্ট বলছে, সিবিআইয়ের হাতে থাকা প্রায় ৬,৭০০টি দুর্নীতির মামলার ভাগ্য আদালতে ঝুলে রয়েছে। এর মধ্যে ২৭৫টি মামলা চলছে ২০ বছরেরও বেশি সময় ধরে।

বাংলার দিকে তাকালে দেখা যাবে, শুধুমাত্র শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তা নিয়ে অতিসক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ কিন্তু রাজ্যে তাদের হাতে থাকা ৫০০-র বেশি দুর্নীতির মামলা পড়ে রয়েছে আদালতে৷ এই সকল মামলার কোনওটির বয়স দশ বছর, কোনওটির আবার কুড়ি পেরিয়েছে। এই মামলাগুলি আদৌ কবে শেষ হবে, তা নিয়ে সন্দিহান স্বয়ং সিবিআই আধিকারিকরা। এর উপর নতুন নতুন মামলার দায়িত্ব এসে চলেছে।

সম্প্রতি এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই-এর শ্লথ গতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তদন্ত নিয়ে কিছুটা সংশয়ও প্রকাশ করেছিলেন তিনি৷ নিম্ন আদালতে যে মামলা চলছে, সেই মামলার ভারপ্রাপ্ত বিচারক বারবার জানতে চেয়েছেন, তদন্ত শেষ হতে আর কতদিন লাগবে? পথেঘাটে আমজনতারও একটাই প্রশ্ন, সিবিই-কে তদন্ত ভার তো সঁপা হল। কিন্তু ফল কবে আসবে? এই প্রশ্ন নিতান্তই অমূলক নয়৷ কারণ সারদা, রোজভ্যালির মতো হাই প্রোফাইল মামলাগুলির দশা দেখে অনেকেই সন্দিহান।