প্রতি বছরের মত এইবছরেও দিনহাটার বয়েজ রিক্রিয়েশন ক্লাবে অনুষ্ঠিত হলো মানব পূজা।শনিবার দুপুরে এই মানব পূজা অনুষ্ঠিত হয়।এইবছরের এই মানব পূজা ১১ তম বর্ষে পদার্পণ করল। গত ১০ বছর ধরে শিব জ্ঞানে মানুষরুপী ভগবানকে পুজো করার রীতি চলে আসছে বয়েস রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গনে। সংস্থার পক্ষ থেকে এক সদস্য বলেন আমরা মন্দিরে দেব দেবীর পূজা ও মসজিদে আল্লাহর আশীর্বাদ নিয়ে থাকি। ঠিক সেই ভাবেই বয়েজ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে মানব পুজো দেওয়ার যে রীতি শুরু হয়েছে এবং যথেষ্ট সারা ফেলেছে মানুষের মনে। বছরের এই একটা দিন সমাজের পিছিয়ে পড়া যারা ভিক্ষাবৃত্তি সম্পন্ন করে নিজেদের জীবন যাপন করে সেই সব মানুষদের পুজো করা হয় এবং তাদের দুপুরের আহারের বন্দোবস্ত করা হয় পাশাপাশি নতুন বস্ত্রও তাদের হাতে তুলে দেওয়া হয়। শনিবার বয়েস রিক্রিয়েশন ক্লাবের হলঘরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক দু:স্থ মানুষকে দেবতা জ্ঞানের পূজা করা হয় এবং তাদের অন্ন ও নতুন বস্ত্র তুলে দেয়।
Related Posts
দিনহাটা হাসপাতালে এইচআইভি এইডস নিয়ে সচেতনতা
রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে দিনহাটা হাসপাতালের বহির্বিভাগের সামনে এইচআইভি এইডস নিয়ে সচেতনতা নাটক পরিবেশিত হল। দিনহাটা মহকুমা হাসপাতালের বহির্বিভাগের সামনে একটি সচেতন মূলক নাটক পরিবেশিত হয়। প্রসঙ্গত রাজ্যের প্রত্যেকটি জেলার বিভিন্ন প্রান্তে এইডস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে…
নিয়ন্ত্রণ হারিয়ে নয়নাজুলিতে অল্টো
মাথাভাঙ্গা ময়নাগুড়ি ১২ নং রাজ্য সড়কে চৌরঙ্গি সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি রাস্তার পাশে ডোবায় পরে যায় ।প্রত্যক্ষদর্শীরা জানান আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডোবায় পরে যায়।গাড়িটিতে চালক ছাড়া আর কোনো যাত্রী ছিল না , চালক গুরুতর আহত হয়…
কোচবিহার ল্যান্সডাউন হলে বিমানবন্দর নিয়ে আলোচনা সভা
কোচবিহার বিমানবন্দর নিয়ে ল্যান্সডাউন হলে একটি আলোচনা সভার আয়োজন করেছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কদিয়ান। এদিনের সভায় উপস্থিত ছিলেন কোচবিহারের একাধিক আধিকারিকরা। মূলত কিছু অসমাপ্ত কাজ কিভাবে অতি দ্রুত সম্পন্ন করা যায় এবং সেই সাথে আরও একটি বিমান চালানোর পরিকল্পনা কিভাবে…