করলা নদী থেকে এবার ধরা পড়লো বিশাল আকৃতির একটি শোল মাছ। এটির ওজন আট কেজিরও বেশি। জলপাইগুড়ির গোশালা মোড় সংলগ্ন করলা নদী থেকে এই মাছটি ধরেন স্থানীয় যুবক মহন্তবাবু।
বিশালাকার শোল মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায় গোটা এলাকায়। এর আগে করলা নদী থেকে অনেক বড় বোয়াল ও রুই, কাতলা ধরা পড়েছে। মাঝে মধ্যে দুই আড়াই কেজি ওজনের শোল মাছও পাওয়া গেছে কখনও কখনও। কিন্তু আট কেজি ওজনের শোল মাছ এই প্রথম পাওয়া গিয়েছে করলায় বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, যুবকটিকে মাঝে মধ্যেই বড়শি নিয়ে করলা নদীতে মাছ ধরতে দেখা যায়। তবে এতো বড় মাছ এই এলাকায় কখনও ধরা পড়েনি। আট কেজি ওজনের শোল মাছটি ধরতে পেরে দারুন খুশি ওই যুবক।
তিনি বলেন, “এত বড় একটি শোল মাছ ধরতে পেরে খুব আনন্দ হচ্ছে।”