তবে কি এবার কাটতে চলছে উচ্চ মাধ্যমিকের নিয়োগ জট, আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে ৮ বছর পর শেষমেষ কি কাটতে চলেছে উচ্চ প্রাথমিকে নিয়োগ জট? আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসি’র৷

ইন্টারভিউতে ডাক না পাওয়া ১,১০০ প্রার্থীর তালিকা প্রকাশ করা হল৷ তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে। আজ থেকে ১৩ অগাস্টের মধ্যে নথি আপলোড করার নির্দেশ৷ 

এসএসসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চ প্রাথমিকে যে সকল প্রার্থীরা ইন্টারভিউতে ডাক পাননি সেই সকল প্রার্থীরা ১৩ অগাস্টের মধ্যে অনলাইনে তাঁদের নথি আপলোড করতে পারবেন৷ হাই কোর্টের নির্দেশেই এই তৎপরতা৷ দীর্ঘ দিন নিয়োগ পর্ব থমকে ছিল৷

২০১৪ সালে আপার প্রাইমারির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়৷ পরীক্ষা হয় ২০১৫ সালে৷ পরের বছর অর্থাৎ ২০১৬ সালে ফল বেরয়৷  মেধা তালিকা প্রকাশের পরেও নানা অনিয়মের অভিযোগ ৮ বছর ধরে অধরা ছিল নিয়োগ প্রক্রিয়া৷

কমিশনের তরফে জানানো হয়েছে, সার্ভার রুম খুলে গিয়েছে৷ নথি আপলোডের পর সামগ্রিক ভাবে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে৷ ইন্টারভিউ-এর পর নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে৷  

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম বন্ধ করে দিয়েছিল সিবিআই। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা জানিয়ে সেই ‘ডেটা রুম’ খোলার জন্য কমিশনের তরফে ন্যাশনাল ইনফর্মেটিক্স সেন্টার-কে চিঠি দেওয়া হয়।

সেই সরুম খোলা হলেও আদালতের নির্দেশ অনুযায়ী, এনআইসি এবং সিবিআইয়ের উপস্থিতিতে সেখানে কাজ করতে হবে বলে জানান এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তবে ডেটা রুম খুলে যাওয়ায় ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে বলেই তিনি জানিয়েছেন।

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সহ-সভাপতি সুশান্ত ঘোষ বলেন, গত ১৮ মে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ তার নির্দেশে জানিয়েছিল, উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ে ডাক না-পাওয়া যে সকল প্রার্থী নানা কারণে নথি আপলোড করতে পারেননি বলে অভিযোগ করেছিলেন, আগে তাঁদের নথি আপলোড করতে দিতে হবে। সেই সঙ্গে ইন্টারভিউয়ে প্রথমে ডাক না-পাওয়া যে সকল প্রার্থী পরে শুনানিতে যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাঁদের তথ্যও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই মর্মেই বিজ্ঞরপ্তি জারি করা হল৷