আগামী কদিন কেমন থাকবে আবহাওয়া

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে নভেম্বরে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২২ ডিগ্রিতে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহের শেষের দিকে রাজ্যে জোরসে কামড় বসাবে শীত। ১৫ই নভেম্বরের দিক থেকে শীতের আমেজ আসবে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকেই তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে নামতে পারে। বাতাসে কমবে জলীয় বাষ্প। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে রাজ্যজুড়ে।

হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের কয়েকটি জেলা বাদে আপাতত গোটা রাজ্যে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে। সপ্তাহন্তে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে।