মা হিসেবে সুচিত্রা সেন কেমন? কী বললেন মুনমুন?

মুনমুন সেন, বাংলা সিনেমা জগতের বেশ জনপ্রিয় অভিনেত্রী, সর্বোপরি তিনি মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে। মা হিসেবে মুনমুন, সুচিত্রা সেনকে কতটা কাছে পেয়েছে? মা হিসেবেই বা কেমন ছিলেন সুচিত্রা সেন? সবটা জানালেন মুনমুন।

সদ্য দূরদর্শনকে একটি সাক্ষাৎকার দেন মুনমুন সেন। সেখানে তিনি বলেন, মা আমাকে সব সময় উপদেশ দিত যেন আমি সবকিছুর অভ্যাস করে রাখি। অভিনেত্রী সূচিত্রা সেনের কন্যা বলে যে তিনি এসি গাড়ি থেকে নামবে বা উঠবে তা নয়, বাকিদের মত করেই মিশত তিনি।

মুনমুন  ট্রামে বাসে করে স্কুল এবং কলেজে যাতায়াত ও করতেন। এমনকি মাঝে মাঝে হেঁটেও যাতায়াত করতে হত তাকে। যেমন ইচ্ছে পোশাক পরতে দিত মা সুচিত্রা সেন। জীবনের সঠিক মূল্যায়ন শিখিয়েছিলে তিনি।